মেঘবালিকা কোথা যাও তুমি - অমন করে ছুটি?
কিছু কথা ছিল যে,
এসেছে বরষা ক'রে সবাই ভরসা, ছুটি তাই বৃষ্টির লাগি। এখন ব্যস্ত ভীষণ কাজে।


মেঘবালিকা, তুমি কেমন করে ঝর...?
—খরোস্রোতার ন্যায়। আমি উন্মাদ বড়।
না, মেঘবালিকা! তুমি... তুমি শান্ত বড়।
কেন তবে ঝর কাজ অ-কাজে...!
— যেখানে যখন দুঃখ দেখি বেশি সেথায় আমি ঝরি অবিশ্রামের মত।
এভাবে নয়, এভাবে ঠিক হয় না।
নদীর ধারায় বৃষ্টি যেমনটা ঝরে পড়ে পর্ণা।


আচ্ছা! তোমায় কি নামে ডাকি বলোতো?
মেঘ নাকি বৃষ্টি?
— মেঘবালিকা ছিলাম আগে, এখন ভরা শ্রাবণ বুকে। তাই বৃষ্টি বলে ডেকো আমায় । বৃষ্টি বলেই ডেকো।


আজ বিদায় বন্ধু! আবারও আসব পেলে সময়।
তখন শুনব তোমার সব কথা, আজ আর নয়।


রোদের জ্বালা ভীষণ যখন তোমার ধারাপাতে,
কেঁদে কেঁদে ঘুমাবে তুমি। শিউলি কুড়াবে ইন্দুবালা অ-ঘোর বৃষ্টিপাতে।