লুকিয়ে রাখা সেই ছবিটা ঠিক তেমনি আছে বেশ!
বদলায় নি তেমন কিছু, শুধু বদলেছে ভালবাসার রেশ।
মৃত্যু তো তার হয়, যে স্বপ্ন ভাঙার প্রতিধ্বনি শোনে।
প্রিয়জন নয়,শুধু প্রয়োজনে ছিলেম তোমার মনে।


তবুও হৃদয় মাঝে লুকানো ছবি দেখি সকাল সাঁঝে।
তোমার প্রেমের গল্পে আমি নেহাত খলনায়িকার সাজে!
তোমার কাছে চাইনি গাড়ি-বাড়ি, যথেষ্ট এই খড়কুটো।
অক্টোপাসের দস্যু নিধন তোমার জন্য পারি,তা জানে অর্কিটও।


ভয় যদিও; সিঁন্দুরে মেঘ জানে, কোন ঘটনায় কার ঘর পোড়ে!
শ্রাবণ হারিয়েছে বারি মরণের কোণে, বৃথা দ্বন্দ্ব করি ঘুণের তরে।