মনের মাঝে যত প্রশ্ন আঁকিবুকি করছে মনিটরে
কিভাবে বেঁচে আছ এই ভরা সংসারে?
জীবন বদল, নাকি পালা বদলের দিন নাকি চশমার কাচ বদলের মত
কিছু আলোড়ন ডুব সাঁতারে নদীর তরঙ্গকে প্রশ্ন করছে শত।


মেলেনি উত্তর সব প্রশ্নের জবাব থাকে না
'কেন' শব্দের ব্যুৎপত্তি হয়তো পাবে না
তাই বলি কি - শুধু প্রশ্ন রেখো না মনে, যাতে যন্ত্রণা বাড়ে
যে পান্থনিবাসে যাবে দ্বার বন্ধ রবে দেরি হয়ে গেছে, চেয়ে দেখ নিরব সমাচারে