স্বপ্নে তুমি আসো ঘুমিয়ে যখন রই
স্মৃতিতে আসো তুমি যদি দিশেহারা হই
একা হয়ে যাই আমি স্বপ্ন -স্মৃতি ছাড়া
তুমি ছাড়া আমি তো আর আমি নই ।


দিগন্তে তাকিয়ে দেখ ডাকছে আমায় যন্ত্রণাময় রাত,
তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি দাও বাড়িয়ে হাত ।
রাতের পরে আলোর পসরা নিয়ে আসে ভোর
আমি তো তোমারই ভাবনায় রয়েছি বিভোর ।
মনের গহীন বনে  একাকীত্ব ওঠে গুনগুনিয়ে
নীরবতা যখন এসে যায় কথা শুনিয়ে
আমাকে দেখ এই তো আমি-তোমারই পানে চাই
আমার পাশে থাকো তুমি, আমি যে তোমাকেই চাই ।
আমার শেষ সময়ে যদি ও -না হয় নাই বা পাব,না হয় না প্রতিদানে
পাই যেন তোমায় আমার অন্তর্ধানে ।


মাঝে মাঝে ভাবি তাই দিগন্তের শেষ কোথায় ?
প্র‍তীক্ষার এই দীর্ঘ হলুদ গোধূলি বেলায়-
চেয়ে দেখ এখনও আছি করুন আশায়
তোমারই অপেক্ষায় ।


আগামী জন্মে গোলাপ হব হোক না সে আয়ু একদিনের
হোক না সে সময়টুকু যন্ত্রণার
তবুও আমি বেঁচে থাকব কবির কাব্যে , প্রেমিক-প্রেমিকার মনে
কিংবা ডায়েরির পাতায় শুকনো স্মৃতি হয়ে ।
আমি বেঁচে থাকব প্রজাপতির মনে
করবে মনে আমায় মৌমাছিরা গানে
গুনগুন সুর ধেয়ে এসে চুমু খাবে মোরে
আমি বেঁচে থাকব বেঁচে থাকার গানে
মন খারাপের কান্নাগুলো হাসি হবে আমার পানে এসে ।।


                 বৃষ্টি মন্ডল
                   ( বনি )