দেয়ালে দেয়ালে চলে লেখালেখি
উম্ হু শুধু লেখা নয় ছন্দরাও করছে মাখামাখি ।
কাস্তে-ফুল-ঘাস-কেটলি-সাইকেল-ঘোড়া আরও কত কি শিল্পকলাও পাচ্ছে মাধুর্য!
দলে দলে চলছে মিছিল, সব করব দেশের জন্য, দূর করব কষ্ট, কর একটু ধৈর্য।


ভোটের জেরে রাজ্য থেকে রাজ্যান্তরে
ঘুরে ঘুরে দেশ ভ্রমণও নিচ্ছে করে।


অথচ ভোট ফুরালে আঁধারেই থেকে যাবে খুদে-জনজাতি।
ভাতের নামে দেশের নামে করছে অনেক বজ্জাতি ।
লৌহ-কপাট চলছে দাপট গুলি বোমা বর্ষণ,
ধামাচাপা স্তূপে আগুন কুন্ডলি অমানুষিক ধর্ষণ।


চলছে মিছিল থাকছে হাজারো প্রতিশ্রুতি।
দীপ্ত কন্ঠে জ্বলছে পাগলা ক্ষুধে অরুন্ধুতী।।