সুরের মাঝেই সুর বাজে
থেমে গেলে চলবে কি কাজ অকাজে?
তবুও যেন পৃথিবীর অমোঘ নিয়মে
অন্য এক ঠিকানায় নিয়ে যায় যমে।
থেমে গেল কন্ঠ 'কত রঙ্গ দেখি দুনিয়ায়....'
প্রভাতী সুরের প্রাণ পুরুষ অবশেষে নিলেন বিদায়।
প্রথম কোল গানের শিল্পী - যাঁর সুর আজও কানে বাজে,
তাঁরই কন্ঠে বেতারে শুনি - 'সময়ে শচীর আঙিনা মাঝে....'
'জাগো রাই জাগো'....র মত কত গান শ্রোতাদের স্মৃতিতে অমলিন।
শিল্পীর কন্ঠে মহা সম্মান পেয়ে আজ হলেন বিলীন।
বাবাকে হারিয়ে-মা দুর্গাসুন্দরির কাছেই ধরে ছিলেন প্রথম লোকগীতির হাল,
বার্ধক্য আজ টেনে নিয়ে মারন রোগে শেষ নিঃশ্বাস করলেন ত্যাগ অমর পাল।
ভালো থাকুক সুস্থ থাকুক যেখানেই থাকুক উনি,
বিশ্বমাঝে বেঁচে থাকুক স্মৃতি সুধায় বিদায়ের পত্রখানি।