সে ঝুপ করে নামে দৃষ্টিতে তাকে তো আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে চাইনি কোনো চুক্তি,
সে অবাধ, সে খোলা জানালা,  সে শেষ বিকেলের রোদ্দুর--সে মুক্তি।
    
মুহুর্তেরা আজ বন্দী মনের ক্যানভাসে
পছন্দেরা সব অ-প্রেমের পরবাসে
শ্রাবণ মেঘে থাক ভালবাসা গোপন
সুখের হাতছানি খোঁজে ব্যস্তময় জীবন।
প্রেমিক নাবিক জানে না সাগর; একা রাখা অবহেলা
মেঘলা আবহাওয়াতে বৃষ্টির মত ঝরে যত রঙীন খেলা।
অস্তিত্বের বলিরেখা পেরিয়ে বিষাদ মনে অনুভবেরা নিচ্ছে বিদায়--
তারাদের রেনু মেখে কল্পনা যাবে যতদূর- যাও পাখি..যাও উড়ে সেথায়
অমিল শহরে দশমিক এনে কোনো লাভ নেই শেষে
তবুও সুখে থাকে সিঁদুরের লাল টিপ শাড়ি-পাঞ্জাবির অসুখী প্রতিবেশে।।