বালিয়ারির বুকে
             মায়াবী  চাদর  ঢাকে
          শঙ্খ চিলের মত তৃষ্ণা যত
       ডানা মেলে  উড়ে  যায়  স্বপ্ন কত
          ছায়াঘন পাহাড়ে চমক দিয়ে
               আসে যত নদী বেয়ে
                 স্বপ্নের নীল খামে
                   সঙ্গপনে থামে।
                   শঙ্খ চিলের মত
              বালিয়ারির বুকে তৃষ্ণা যত
          মায়াবী চাদর ঢাকে স্বপ্নের আবেশে
       বিকেলে  সাঁঝের  ফুলে   মুক্ত বাতাসে ।


          
             বৃষ্টি মন্ডল
                     (বনি)