হে সুভাষ কোথায় তুমি?
ডাকছি আজও কাতর হ'য়ে হয়েছি নিঃশেষ
শুনছ সুভাষ, সমাজে তোমার প্রয়োজন হয় নি শেষ।
কোথায় তুমি সুভাষ? আজকে তোমার জন্মদিন
স্কুল থেকে পালিয়ে গেছ গড়তে ভারত স্বাধীন
কিন্তু তবুও কোথাও যেন একটা কমতি থেকে গেছে
পাথর হয়ে আর থেকো না, সমাজে তোমার বড্ড প্রয়োজন আছে।
শুনতে কি পাচ্ছ সুভাষ, ধর্ষিতাদের আর্তনাদ
এমন স্বাধীনতা তো চাও নি তুমি করো প্রতিবাদ
মানুষ তো আজ আর নেই কো মানুষ কাপুরুষ ধর্ষকের উপপাদ্য
মা-বোন-স্ত্রী এরা তো আপন বাকিগুলো তো খাদকের খাদ্য।
তাই বলছি সুভাষ আর থেকো না গো দূরে পাথরের মূর্তি হয়ে
আর একটিবার না হয় ফিরে এসো মাসির গর্ভে জন্ম নিয়ে।