বিবর্তন নয় পরিবর্তনের হাত ধরেই চলছে গোটা সমাজ
নিঃসঙ্গতা নয় জটিলতা- ই অসন্তোষের বাড়াবাড়ির কাজ।


ডাকনাম গুলো ডিজিটালে ব্লগার হিসেবে চাইছে রাজধানী
তবুও সে বুঝলো না, ফেবুতে কি আর থাকা যায় হয়ে বেনামি?
তাই মেকি সমাজের কাছে সবাই ব্যস্তমুখী, চাই একটা প্লাটফর্ম
নিশ্চয়তা কি আছে তা ভেবে থেমে যাবে জীবন বেচার ব্যতিক্রম
জাগো জাগো অশরীশীর আত্মা ঘুম নয় ঘুণ ধরেছে মনে
দিগন্তে চেয়ে দেখ এখনও কি আর যায় থাকা হালকা অভিমানে!