আশা যত নিরাশায় থেকে যায় মনের কাছে বন্ধ
বিন্দু মাত্র ভরসা নেই করি নিজের সাথেই দ্বন্দ্ব।


কেরিয়ার নেই প্রেম টাও আজ বড্ড এলোমেলো
বলতে চেয়ে বারংবার হৃদয় কম্পিত হল।
কৃষ্ণ পোড়া দেহে বল কি দিয়ে জুড়াই এ অশ্রুবারি
মনকে বাউল করে আজ স্বপ্নের সাথে আড়ি।


দর্পণের ভালো থাকা খোঁজ তো রাখে না কেউ-
প্রতিচ্ছবিরা খোঁজে আমায় ভালো রাখার ঢেউ।


কখনো যদি চলার পথে মন কাঁদে, চলে এসো তবে এ বরিষণ সন্ধ্যায়
দেখবে চেয়ে তখনও আমি - আছি তোমারই অপেক্ষায়।।