ভাবছি আমি একাকী মনে বারান্দায় বসে
যেদিন তুমি এলে ভীষণ রোষে
পারছি না তোমায় বুঝতে কিছুতেই
কোনো ভাবেই হয় না জানা তোমাতেই।


আচমকা দমকা হাওয়ায় এলোমেলো করে দেয় আমাকে
এই তো তুমি ছিলে ভালো- ভুলে গেছ আজ তোমার তুমিত্বকে।
কেমন অনায়াসে অযত্নে  খাঁচার ভিতর......
রুদ্ধ মনিহার মৃত্যুর অপঘাতে কেমন নিথর....।
তুমি - তুমি বদলে যাচ্ছ ক্রমাগত কোমল আঘাতে
নয়ন বারি পাথর হল অনাসৃষ্টির করাতে।


যৌক্তিকতা অথবা বাস্তবতার মধ্যে জটিলতা তো আমাকে নিয়ে,
আঁধারের জীবন সময়ের চৌখশ ষড়যন্ত্র গিলছে তোমায় আততায়ীর ঘায়ে।
বয়ে চলেছ বেদমম বোঝা; জীবনের অলীক সংগ্রাম- সংক্রমণে
অসহায় দৈব কোন বলে  তোমার প্রেমিক কর্পোরেট দস্যুতার আক্রমণে।
--এখনও আনমনে ভাবছি বসে বারান্দায়,
অজানা অপার্থিব রং মিশে গেল এক অনুপম সন্ধ্যায়


নতুন করে কেমনে চিনি তোমায়? - দাও মোরে আজি সত্য পরিচয়!
আমি শুধু তোমার তুমি শুধুই আমার! হ্যাঁ - তুমি শুধুই আমার এটাই ধ্রুব সত্য হয় ।।