আগুন পলাশ ফোটে ফুটুক তোমার আঙিনায়,
মাঝরাতে শ্বাস খুলে যায় তোমার ছোঁয়ায়।
যে যার মতো করে জ্বলছে জ্বলুক
যে যার মতো করে চলছে চলুক _
জ্বরের মতো উষ্ণতা এক ফাঁড়াক
গাম্ভীর্য এক প্রাচীর হয়ে দাঁড়াক;
এমন- ই একটা উষ্ণতম রাত চাই
জ্বরের মতো উষ্ণ স্নিগ্ধ পবিত্র -তায়
তোমার হাতে হাতটি ধরে
নেমে আসুক জ্বর আরো জোরে
আর তোমার ওই তুলতুলে কোমল স্পর্শে
বোলাবে হাত মাথায় শীতল হব তার চর্পচর্শে ।
বরিষন সুধায় নেমে আসুক কল্প ধারায় ভয়ের আকুতি,
ফুটবে তখন হাসি - যদি বিশ্বাসে দাও ভালবাসার শক্ তি ।
বেদনার সুরে সুর মেলাতে নেমে আসুক তোমার চোখে বৃষ্টি,
তবেই হবে আমাদের ভালবাসার বীজ বপনের সৃষ্টি।।