দৌড় দৌড় দৌড়
ক্রমশ আমি পিছিয়ে পড়ছি
একে একে সবাই টপকে গেল
আমার শ্বাস উঠছে জোরে জোরে
পেশিতে টনটনে ব্যথা।
আমি প্রাণপনে পাল্লা দেবার
চেষ্টা করছি-
আমাকেও যে হতে হবে কেউকেটা
আমারও কড়ি গাছে ফুল ফুটবে
লক্ষ্মী আসবে ঝাঁপি নিয়ে।
আমার চারদিকে লোকের ভীড়
অনুগ্রহের বিপুল প্রত্যাশা।
ঠিক হয়ে গেছে লক্ষ্যমাত্রা
শুধু কৌশলটা আয়ত্তে আনতে হবে।


নির্ভেজাল আকাশে সরু বাঁকা চাঁদ
দৃষ্টিপথে রূপালী ঝলক
শূন্যস্থানে ছকভাঙা সুরেলা আহ্বান-
হাঁটতে থাকো-হাটতে থাকো-
তুমি তো খুব হাঁটতে ভালোবাসো।
নরম কচি দূর্বাঘাস ভোরের শিশির
আরও আরও মহৎ বৈভব-ছড়ান আলোক
বিশ্বচরাচর আনে মিহিন পরশ
চূর্ণ করে পরিচিত লক্ষ্যের সীমানা।