প্রশাসন নহে এক দানবীয় জন্তু,
নহে দৈত্যাকার ডাইনোসর
নহে মাতাল হস্তী বা ক্ষুধার্ত চিতা,
নহে বেপরোয়া সিংহী , নহে এনাকোণ্ডা

প্রশাসন নহে সর্বনাশী হুতাশন,
নহে ঝড়, নহে বিক্ষুদ্ধ ঊর্মি,
নহে প্রশাসন কালবোশেখীর শিলা তুফান

প্রশাসন নহে যুদ্ধ বিমান,
বোমারু কিংবা পারমানবিক সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র নহে,
ভয় পাওয়ার কিছুই নেই !


দ্যাখো ন্যায়নীতির দণ্ডাবহ লোক সকলে করে শাসন !


প্রশাসন সে আমিই 'মানুষ'-'মনুষ্য বিধি',
রক্তে মাংসে গড়া মনুষ্য নির্মিত নিয়ম নীতি


সে আমিই 'মানুষ' বানায় প্রশাসন আমার চলার তরে
এ নীতির ধারক আর বাহক 'আমি' মানুষই
তবে ভয় ক্যানো ?
'আমাকে' আমি ভয় পাবো ক্যানো?
যে নীতি 'আমিই' বানিয়েছি,
যে মানুষকে 'আমিই' নিয়োগ করেছি
নীতি পরিচালনার জন্য তাতে ভয় কিসের?
যদি আমি-আমি করে প্রত্যেক আমরাই  
হই সত্যের ধারক তাতে ভয় কিসের?
এক মত আর এক পথ অবলম্বনে কিসের ভয়?


যদি কোন প্রশাসন মাতাল হস্তী হয়,
দানবীয় জন্তু ডাইনোসর হয়,
ক্ষুধার্ত ব্যাঘ্র বা এনাকোণ্ডা হয়,
তাহলে তো ধরে নিতে হবে
এসব জন্তু জানোয়ার আমরাই !
আমরাই মাতাল প্রশাসন;
আমরা আমাদেরকেই দমন করতে হবে !


যারা প্রশাসন কর্মে নিজেদের সত্য বলি তারা যদি সত্যিকার অর্থে
'সত্য না হই '। তাহলে আমরা নিজেরা নিজেদেরই ঘাতক !
তবে আমি-আমি করে প্রত্যেক আমরা এ এমন কোন
সত্যের ধারক যাতে আমরাই বলি - আমিই ভালো, ওরা মন্দ !


- এপ্রিল ৩০, ২০১৮ চট্টগ্রাম, বাংলাদেশ