আমাদের সকল জীব আর জড় সে মহাত্মা থেকে
সমূহ বিভক্তে বিচ্ছিন্ন প্রতিলিপি;
ছড়িয়ে আছে জানা অজানায়।
সে মহাত্মা থেকে মহামোহ
দিগ্বিদিক ছুটে বাদী-বিবাদী হয়ে,
পবিত্র শূলী অথবা নিরাকারে ধ্যানী হয়ে,
সাকারে পবিত্র প্রসাদ বিলিয়ে
অথবা আত্ম ধ্যানের নির্বাণ জ্ঞানে।
শত সমূহসহস্র সময় ধরে-
পোক্ত প্রাণ সঞ্চারে অথবা নিস্তেজ প্রাণ হয়ে
আমি মানুষ, হাঁটছি আজো অজানা কৃষ্ণ গহবরে !


হয়ত একদিন পেয়ে যাবে সে মহাত্মাকে এই সমূহ বিভক্ত অমরাত্মা
আর মিলে যাবে শ্রেণীবিন্যাস হীন মহাগুপ্তে !