আমি সভ্য!
বিত্ত বৈভবের নাঙ্গা উঠোনে আমি সভ্যতা খুঁজি
আমি সংস্কৃতির আভিজাত্যে মঞ্চায়ন দেখি
আমি ধনাঢ্য ধর্ম মন্দিরে প্রভু ধ্যান করি
আমি দেহতত্ত্বের ধর্ম জ্ঞান খুঁজি আলোকিত ধর্ম মন্দিরে!


আমি যা বলি দিব্য জ্ঞানে সত্য বলি!
আমি পথ প্রান্তরে উন্নাসিক
আমি আনন্দ খুঁজি -
ক্ষুধার্ত আর্তনাদে, উদ্বাস্তু বস্তিতে, মধ্যবিত্তের নিষ্ক্রিয় ব্যাকুলতায়!


এ কেমন আমি? আদৌ কি মানুষ?


- চট্টগ্রাম