সে তুমিই ছিলে আমার পাশে
কৃষ্ণচূড়া গাছের নিচে,
ফুলেল ছিল আমাদের চারপাশ,
ফুলের লাল পাপড়িদের সাথে
তোমার হাসি ছিল নিষ্পাপ
কৃষ্ণকায় গম্ভীর চেহারা, অদম্য চাহনি  


তোমার সাথে বাক্যালাপে
কবিতার শব্দরা ছিল সরব,
কোকিলের কুহু কুহুতেই স্পন্দিত
তোমার বাসন্তিক গানের কলি


তোমাকে ছুঁতে চেয়েছিলাম
অনুমতি দাওনি তুমি,
বলেছিলে- আগে প্রেম করো,
দ্যাখো, কতদিন আমায় ভালো লাগে!


হঠাৎ, এ কাক ডাকা প্রত্যুষে,
এ দিক ও দিক তাকিয়ে দেখি
-তুমি নেই!
আমার ঠিক মনে পড়ছে না
-সে তুমি কে ছিলে রঙ্গিন ভুবনে।


ফেসবুকে স্ক্রলিং করতে করতে
সে তোমাকেই যেনো আবিষ্কার করলাম,
চুমো খেলাম তোমার যৌবনোন্মুখ ছবিতে,
পড়তে লাগলাম তোমাকে, ছড়িয়ে পড়া কাব্যিক উচ্ছাসকে
ভালোই লাগলো, অনুভূতি জানালাম


দু'দিন পর তোমাকে আবার দেখতে ইচ্ছে হলো
ফেসবুক খুলে পেলাম তোমার ফ্রেন্ড রিকুয়েস্ট
একসেপ্ট করলাম, তোমার প্রোফাইল দেখলাম
-লেখালেখি করো, কবিতায়, গল্পে ভালো কলম আছে
তোমার কাব্যিক অভিপ্রকাশের অসংখ্য সমর্থনকারী


নই আমি তোমার অভিব্যক্ত শব্দের অনুচরী
নই আমি তোমার সমদর্শী আর লিখিত শব্দে
-সে ভাস্কর্য প্রেমিক প্রতিম।
তবে যতই তোমাকে দেখি ততই আমি হারিয়ে যাই
কোথায় সে হারানো গন্তব্য আমি জানি না।


আমি কি তোমার প্রেমে পড়েছি?
তুমি তো কালো মেয়ে, কুৎসিত চেহারা (অন্যরা বলে)
অসভ্য (চটি ধরণ) লিখনি তোমার, লাজ-লজ্জাহীন মিশুক,
যেনো শুয়ে পড়ছো শুভাকাঙ্খীদের সাথে এ সোমত্ত বয়সে,
অনুগামীদের জিজ্ঞাসার উত্তরে কামজ শব্দ বিকাশ তোমার

আসলেই প্রেমে কি পড়েছি আমি?
তবে, সে কি তোমার প্রেমে?
না তোমার লালসাপূর্ণ দেহের?
না তোমার সে রজঃস্বলা কাব্যিক শব্দের?
নাকি প্রেমের প্রেমেই আমি পড়েছি?


কোথায় কে বেশ্যাজাত, কোথায় কে কদর্য ঠাট  
কোথায় কে কূলহীন, কোথায় কে অপয়া মলিন
এ সবের কিছুই আমি জানি না!
প্রেম তৃষ্ণায় এ তনু-মন প্রেমবারিতেই খুঁজে নিবৃত্ত বন্ধন
প্রেমের আকিঞ্চনেই এ ব্রহ্মাণ্ড এখনো সুন্দর এখনো জীবন্ত
প্রেমসুধাতেই স্রষ্টা ও সৃষ্টির উম্মাদনা।


তোমার এ অদম্য, অভেদ্য, দুর্লঙ্ঘ্য ছবি দর্শনহীন
আমি এখন আর থাকতে পারিনা!
বোলো, কী বলে আমি বুঝায় তোমাকে
তুমি নারী আর আমি পুরুষ পার্থিব খেয়ালে
একক ভাবেই আমি এ প্রাকৃতিক টানে
মুহুর্মুহ সে ছবি দর্শনে বলি- ভালোবাসিই তোমাকে


সে তুমি সত্যই অনন্যা, সে তুমিই স্বর্গপ্রতিমা
এ আমি, আমার প্রেম তোমার জন্য স্বভাবশোভা
তুমি নারী, তুমিই প্রকৃতি, আমি তোমাতেই মত্ত
আমার খুঁজেই আমি আজ সে নারীতেই স্বরূপত্ব

তাইতো আমি বলি -
প্রকৃতির কল্যাণে পৃথিবীময় স্বর্গ সুন্দর
নারীই সে প্রকৃতি, নারীই সৃষ্টির মোহর


১৫.০৩.২০২১
চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী


/// অনন্যা জান্নাত, যদি তুমি এ লিখাটি পড়ে থাকো, ভালো না লাগলে ক্ষমা করে দিও ///