মৃত্যুগুলো অলিখন, তবে অখণ্ডন, সদা জীবন্ত জীবের পাথেয়
অবিন্যস্ত মুহূর্ত, সময়ের অসমদূত, অপ্রার্থিত, অদম্য সঙ্গ
বিচ্ছেদী বার্তা ক্রন্দনের শোকস্রোতের নেয়ে হয়ে বাহক হয়
বিহনে প্রিয়া, বিয়োগ ব্যথায় উন্মাদি আচরণের ক্ষিপ্ততা জন্মালয়


জনমে জনমে শোধাই বিমূঢ়তায় স্পন্দন উল্লাস হয় কিসে
ব্যর্থ শোকাতুর দগ্ধ্ মনঃপ্রাণ ইপ্সিত কি শুধুই প্রিয়ার অভিসারে?


বিয়োজন গুলো শধু একাকীত্বতা এনে দেয়, যোজনে হয় মিছিল সংজ্ঞা
গুননে ভীতিকর পার্লহারবার ভাগের ভগ্নতায় বঙ্গ ভঙ্গের ডঙ্কা


আত্মাগুলো আলোড়িত করে তুলে প্রজন্মের  অহম শিখায়
প্রজন্মের রক্তের হিমোগ্লোবিনে '৭১ এর  স্বত্তায়  রঞ্জিত
প্রজন্ম জড়ো হয়, ক্রন্দনরোল আসে চত্বরের ব্যঞ্জনাই
বাঘের ব্যগ্রতা নিয়ে ক্ষিপ্র হয়ে বাদীর কাঠগড়ায় আজ
সে শাহবাগী প্রজন্ম, সে '৭১ এর প্রতিবাদী বাঙ্গালী রাজ্


-আগস্ট ১০, ২০১৮ চট্টগ্রাম