এখানেই এসেছিলাম এ বট বৃক্ষের তলে
নিঝুম নিরালায় অতি সংগোপনে
তাকিয়ে ছিলাম তোমার দিকে নীরবে
মৃদু হাসি স্পর্শ করেছিল ঠোঁটের ঢেউ
রক্তিমাভ অধর রঞ্জনী উত্তম আলিঙ্গনে


নীরবে বাড়িয়ে দিয়েছিলাম এই আমি
এ দুহাত যেখানে ঠিক দাঁড়িয়ে তুমি
চিরসুন্দর গোলাপ যা চির প্রেম বিজয়ী
বাগযন্ত্র শব্দহীন শুধু শারীরিক মৌনতা
প্রেম গোলাপ স্পর্শে যেন নিস্পলক সবি


প্রেম বিজয়ী গোলাপ সমেত দুহাত আমার
ডুবে ছিল লজ্জার গভীরে স্পর্শে তোমার
করেছিল অভূতপূর্ব অজানা উত্তম অনুভব
বাক্যহীন মুহূর্ত পার করেছিল উল্লাসী বন্ধন
নিস্পলকতা, হাসি, গোলাপ প্রথম প্রেম উদ্ভাবক


উত্তম অনুভব যা কিছু আমার ছিল একান্তে
ছিলও তোমার বৈকুন্ঠ প্রীতির হৃদ মন্দিরে
যেন ব্যাপ্ত একাকিত্বহীন ভিন্ন দ্যুলোক জীবন
এখানে আমাদের সুখ হৃদয়ে ফিরে আসা
এটিই ছিল নীরব স্পন্দিত প্রথম প্রেম দর্শন


-১৮/০৩/১৮