বেলা বয়ে যায়
যায় দূরে-অদূরে
ফিরে নাহি কভু আসে


কাল বয়ে যায়
গড়িয়ে হয় মহাকাল


অস্থির সব বর্তমান
ভবিষ্যতের দিকে
রয় মুখিয়ে


ইতিহাসের পাতায় পাতায়
এপিটাফের নীলাকাশ


মেঘের চাদরের নীলখামে
ঘুমিয়ে রয় স্নিগ্দ্ধ গোলাপ


কেউ ফিরেনা, কেউ ফিরেনা
অনাগত ক্ষণের সম্ভাষণে  


সবি যদিও যায় চলে
ফিরে তবুও আসবে সে
যেথায় মজেছে প্রেমমন


চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী