উঠেছি আমি খুব ভোরে ঘুম থেকে
দাঁত ব্রাশ আর তৈরি করা নিজেকে
নতুন কোনো অভিসারে এ নির্মল বাতাসে
সুগন্ধ মাখানো সাদাকালো পাজামা পাঞ্জাবি পড়ে


তারপর হালকা নাস্তা সেরে রওয়ানা দিয়েছি
ভোরের এ মৃদু বাতাসে হাঁটছি একাকী


এইতো এখানে তুমি ঠাঁই দাঁড়িয়ে
সেই রক্ত মাখানো দূর্বা ঘাসের উপরে
দ্যাখো-
আমি তোমার কাছেই এসেছি
হাতে আমার লাল গোলাপের গোছা
আর গাঁদা ফুলের পাঁপড়ি নিয়ে
এসেছি তোমার কাছে
তোমায় ভালোবাসি বলে,
এনেছি দ্যাখো পদ্ম ফুলের তোড়া
তোমাকে ভালোবাসি তাই,
এসেছি অরুণ রবির রাঙ্গা প্রভাতে
প্রভাতফেরি হয়ে আসিনি আমি -তারও আগে
এসেছি আমি দ্যাখো - "আমি তোমার প্রেম"
ভালোবাসি বলে এসেছি আমি প্রেম
হে প্রিয়তমা; হে আমার শহীদ মিনার
হে আমার ভাষা শাহিদের রক্ত স্তম্ভ
তোমার তরেই দম্ভ করে বলি
বাঙলা মায়েরই ছেলে আমি
আমার শহীদি ভায়ের রক্তের বাঙলা
আমি তোমায় ভালোবাসি


-ফেব্রুয়ারী ২১, ২০১৮ চট্টগ্রাম