আমূলে ঘুমিয়েছিলাম
শিকড় থেকে শিখরে হারিয়েছিলাম
সবি এ অয়নবৃত্তে


কৃতদার ছিলাম ঊষালগ্নে
প্রণয়ের দ্বার খুলে দিয়েছিলাম রূপজীবিতে
মৃতদার হয়েছিলাম হতস্মর সৌন্দর্যের শ্মশানে


ঘুমিয়েছিলাম ভব-কর্ণফুলির বাঁকে বাঁকে
ভবকারার শাস্ত্র-বিধান মোহে  


রূপনদীর উন্মুক্ত বুকে স্বয়ম্ভু অম্বু জেগেছিল
পানাসক্ত লহরী খেলেছিল আর তাই-
সে কলতানে নদীর নিখাদ কিনারে
আমি নির্জীব ঘুমিয়েছিলাম!


এখনো আছি ঘুমিয়ে ত্রিবেণীর সুডৌল চক্রে
তোমার মাঝে আমার এ বৃত্ত শুধু ঘুমানোর


চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী