আবেগের বৃন্দাবনে-
স্বর্গ-
এক লোভনীয় কাল্পনিক উদ্যান;  
শব্দটির শ্রুতিগোচরে আনন্দ জাগে
প্রতিটি নিঃশ্বাসের বিশ্বাসে!


নরক-
এক অতি ভয়ঙ্কর কাল্পনিক জায়গা;
শব্দটির শ্রুতিগোচরে তীব্র বেদনা হয়
প্রতিটি শিরার নিশ্চুপ ভ্রমণে!


যদি তুমি মানুষ মেরে স্বর্গ চাও
তা একান্তই তোমার প্রার্থনা,
তোমার এ কর্মযজ্ঞে ঈশ্বর
সম্মত কিনা আমি জানিনা!


তুমি যে বিশ্বাসের বলে বলীয়ান হও,  
যে বিশ্বাসটুকুকে অতি স্বর্গীয় ধ্যান ভাবো,  
যে বিশ্বাসটুকুকে অতি সত্য ঈশ্বর আদেশ মনে করো,
তা আদৌ কতটুকু সত্য আমি জানিনা!


আর তোমার সে জানা কথিত সত্য দিয়ে
যদি তুমি ঈশ্বরের নামে মানুষ হত্যা করো
তবে আমি তোমার সে জানা সত্যের নাম দেব- সন্ত্রাসবাদ!


-এপ্রিল ২৪, ২০১৯ চট্টগ্রাম