কই?
কবে তুমি অধিকার করেছিলে?


আমি তো যেমন ছিলাম
আছি তেমন


উৎসর্গে দিয়েছিলাম তোমায়
আমাকেই, আমার পুরোটাই


তোমার তৃষ্ণার্ত উপভোগের গ্রাস শেষে
আমি আমার পুরোটাই পেয়েছি
শুধু একটা বাদে


আমি, এটা লাইব্রেরি, কানায় কানায় ভরতি
আর তোমার গ্রাসে ছিল শুদু কামশাস্ত্র!


দুঃখিত!
আমিও পারিনি অধিকার করে নিতে তোমায়


তুমি
তুমিই আছো, আপাদমস্তক প্রাকৃতিক ভোগরসে পূর্ণ


তোমার উৎসর্গের প্রতিটি অঙ্গে
ঠাসা ছিল কাব্যিক স্তবক
আমার ভোগ পূরণে একটিই যথেষ্ঠ ছিল


তুমি, কবিতার আকর, দুর্গম ইন্দ্রপুরী শিকড়
আর আমি ভোগ করেছি শুধু কামতনুর স্তবক


তবে, এসবের পর
আমরা কি নই সম্পূর্ণ?


২৯.১০.২০২০ চট্টগ্রাম