আমি আবেগী
তোমার প্রতি আমার এ ভাললাগা
এক উন্মাদ চরিত্র


আমি ভালোবাসার শাস্ত্রে জ্ঞানহীন
বার বার ব্যর্থ ছাত্র এর বোধগম্যতায়


তোমার স্মিত হাসি, লাজুক চাহনি,
ঠোঁট জোড়ার অস্ফুট ঢেউ
আমাকে বার বার হত্যা করে
এ মোহাবিষ্ঠ আবেগের কেন্দ্রে


আমি চাঁদের জোছনায় ফিরে দেখি
সে তোমার সৌন্দর্য নিয়েই পৃথিবীকে আলোকিত করে


সকালের স্তুতির শব্দে, গানের শ্লোকে, কবিতার স্তবকে
এখানে-ওখানে তোমার নাম দেখতে পাই


বাগানে ফোটা সকল ফুলের দল-উপদলে
আমি পাই- তোমার নাম খোদাইকৃত


পৃথিবীর সকল ভাষার বর্ণমালা যেনো
শুধু তোমার নাম আমার হৃদয়ে লিখছে


আমি তোমাতে উন্মাদ, আমি সেই শিরি-র ফরহাদ
যে নিজেকে ভুলে গিয়ে শুধু শিরি-তেই উন্মত্ত


আমি যেদিকে তাকাই শুধু দেখতে পাই
তোমার হিরণ বরণের প্রতিবিম্ব


আমি- সে আর আমি নই
বোলো- কে আমি?


১০.১১.২০২০ চট্টগ্রাম