তোমাকে হতে হলোনা বাজ পাখি; হতে হলোনা চাতক তোমাকে
যেন নিয়ে চলে যাবে সবি বা রবে তৃষ্ণার্ত আকুল দন্ডে
ধীরে ধীরে চলে গেলে ফিরবেনা বলে
চলে গেলে বহুদূরে
সব রেখে
বর্তমানে
উল্লাসি হর্ষ চিত্তে
ভুলে বেদনা যা ফেলে এসেছি পিছে
যা তোমার ছিল; জড়িয়ে ছিলাম আমি সত্যে মিথ্যে
রাগ অনুরাগের ধ্যানী উদ্যানে তোমায় ভালোবেসে এসেছি এখানে
এখান থেকে শুরু পথ চলা অপরিচিত সময়ের নিগূঢ় প্রেম বন্ধনে
উড়ন্ত পাখায় চলে যাবো গভীরে খুঁজে নিতে আমাকে
খুঁজে নেবো তোমার অক্ষয় বাহুডোরে
আকারহীন সাকারে
নিগূঢ় প্রেমে
মহা নির্বাণে
অস্তিত্বহীন বলয়ে
বিলীন হবো শ্রেণীবিন্যাসহীন মহাপ্রেমে
যে প্রেমের মহামোহে সৃষ্টিজগত আসবেনা কভু ফিরে
প্রেমহীন আসবেনা কভু ফিরে এ দ্বন্দ্বময় জীবনের রঙিন কারাগারে