কৃষ্ণচূড়া দম্ভহীন প্রেমরঙ্গে
ঠাঁই দাঁড়িয়ে বসন্ত অভ্যর্থনার
অবিনশ্বর সদর দেউরিতে


কোকিলের কণ্ঠে গেয়ে উঠে
শ্রী কৃষ্ণের সুমধুর প্রেম বাঁশি
শীতান্তের হার্দিক চরে


গোলাপের চিরযৌবন সতীত্বে
বসুধার প্রেমময়ী তনু একক স্বর্গ
যেখানে তুমি-আমি অনন্য বৃন্তে


অমাবস্যাহীন চির পূর্ণিমায়
সঞ্চয় করি প্রেমরস অক্ষত তৃষ্ণায়
হিরণ্ময়ী উত্থান অরুণ রবিতে


দুহাত মেলে সূর্যমুখী তরুণ
উড়ছে ফাল্গুনী সূর্যের ডালে ডালে
প্রেম হৃদয়ের অভিসার যেখানে


যোজনায় নিবিড় আলিঙ্গনে
উদার উদাত্ত প্রেমচিত্তের শাশ্বত দ্যোতনা
তুমি, আমি আর এ কৃষ্ণচূড়া


-ফেব্রুয়ারী ১৯, ২০২০ চট্টগ্রাম