জাগর
  বর্ণালী সেন ভট্টাচার্য


  তোর চোখ চক চক
  জিভ লক লক
  লোভ ধক ধক করে।


আমার প্রাণ ধুকপুক
  শ্বাস নিঃশ্চুপ
  বিনা মেঘে বাজ পড়ে।


  তু‌ই হায়না নাকি তাও না
  নাকি শকুনের কোন জাত


  আমি থাকি ভয়ে ভয়ে  
  ঘোর সংশয়ে
  কাঁদে অসফল প্রতিবাদ।


  আমি জাগছি আর ভাবছি
  তোকে ফেরাবো‌ই প্রতিশোধ
  
  সেই শর্তে সদর্থে
   ভাঙি সব অবরোধ।