কোলেতে ফেলিয়া মাথা সোহাগ যতনে
খণ্ডগ্রাস প্রেম রতন লাজুক বদনে।
স্বেদ সিক্ত দেহ মাটি অঙ্গার জীবনে
ষোলকলা ভোগে পূর্ণ মধু আস্বাদনে।
ইচ্ছা স্রোতে সন্তরণ  জীবন যৌবন
উত্থানে পতন ভয় লীলা সম্বরণ।
রূপ-রস- গন্ধ- স্পর্শে অবাধ ভ্রমণ
কলিতে বুদবুদ সম ধাবিছে মরণ।
অন্ধ গুণগ্রাহী রতি রূপে জীবনতরী
প্রলয় আহ্বান করি গোষ্পদে গুরু হরি।
মূলাধারে মূল ধরি নব্দ্বারে আঘাত করি
দুঃখে সুখ অসুখে সুখী কোলাহলে সংসারী।
স্বর্প ফণা চুম্বনে তরঙ্গ ফেনা আলিঙ্গনে
লেলিহান অগ্নিশিখায় আমার আমি রণাঙ্গনে।