উত্তম-অধম-মধ্যম সব প্রকাশিত আপন শরীরে
বুঝেও অবুঝ যারা তারা চলেন কোলাহল-নীরবে।
মেঘে ঢাকা সূর্য উপমায় তিনি আত্মা
একই সত্ত্বায় বিদ্যমান তিনিই মহাত্মা।
মায়ার বাঁধন সব আছি মোহগ্রস্থ
ছোটাছুটি চারিদিক সবই ইতস্তত।
মেঘ দেখে ভয় আড়ালে সূর্য হাসে
অবিদ্যা মায়া কাটলে তিনি সপ্রকাশে।
ক্ষুদ্র জীব বদ্ধ অতি একটাই তার মতি
ভোগ লালসার সাথে তার সর্বদাই প্রীতি।
ধর্মশাস্ত্র বলে-যে রহিম সেই তো রাম
বিচার বুদ্ধি থাকে তবু দ্বন্দ্ব পরিণাম।
'শিবজ্ঞানে জীব সেবা' এই মহামন্ত্র
লোকাচারে সব থাকে শুধু কাজে ষড়যন্ত্র।
সন্মুখ সমরে শত্রু সর্বত্র বসে
স্বেহসিক্ত হৃদি তাকেই জড়ায় বাহুপাশে।
দৃশ্যপটে নাই তিনি দৃশ্য অগোচর
কাছে আছেন তবু নাই সন্মুখে মোর।