পথ বহুদূর
হাঁটছি তো হাঁটছি
চড়াই-উতরাই পেরিয়ে
শেষে আনন্দপুর।
যখন পৌঁছালাম
তখন ভরদুপুর।
অপরচিত সবাই
শুধু একজন ছাড়া
নাম তাঁর হরিভাই।
নাম ধরে তারস্বরে
ডাকলাম ষোলবার
অবশেষে হাত ধরে
টানিলেন আমারে।
যাবো কি যাবো না
মনে সংশয়
ভীড় করছে বাসনা
দ্বন্দ্ব আর ভয়।
দর্শক আসনে আমি
করছি ভাবনা
খেলছেন অন্তর্যামী।