ত্রেতাযুগে রাম তুমি দ্বাপরের শ্যাম
একদেহে রামকৃষ্ণ লীলা অবিরাম।
চক্রের চক্রী তুমি জগত তারণ
কর্মে অধিকার দাও ফলেতে বারণ।
পাণিতে চক্র তব সদা ঘূর্নিবার
খেলিছ এ বিশ্ব লয়ে তুমি পরাৎপর।
কিবা হেতু জন্ম তব কিবা পরিণাম
মায়ার মায়া ত্যাগী তুমি প্রাণারাম।
ত্যাগ দিয়ে শুরু গীতা ভাগবত কথা
কর্মক্ষেত্র কুরুক্ষেত্র রণাঙ্গন যেথা।
ভজিলে হরির নাম হয় দরশন
অষ্টসখী সনে লীলা মদনমোহন।
যোশদা নাচাতো তোমায় বলে নীলমণি
গোপীদের মন চুরি খাও ক্ষীর ননী।
হৃদি বৃন্দাবনে বাস তবু অভিলাষ
বারেক ফিরাও আঁখি হও হে প্রকাশ।