ব্রিগেড চলো দিল্লী চলো ব্যালট নিশানা
বাতিওয়ালা নতুন গাড়ি পার্লামেন্ট ঠিকানা।
সাংসদ হয়ে দিল্লী যাবো মনে কত আশা
ছলচাতুরী জুয়াচুরি জনগণেই ভরসা।
জগাখিচুড়ি জোট হয়েছে দেশকে বাঁচাতে
মন ভরে না কালো টাকায় ঘুম আসে না রাতে।
নির্মল বাংলা স্বচ্ছ ভারত কত অভিযান  চলে
পরিষ্কার হয় ভোটবাক্স ডাস্টবিনের বদলে।
মেষের পাল মিটিং মিছিল এক রাস্তায় চলে
নীতির রাজা শুয়ে থাকেন অন্দরমহলে।
ভোট দিন ভোট দিন দলে দলে যোগ দিন
তোলাবাজি স্বজনপোষণ এবার হবে বিলীন।
অন্ন বস্ত্র আবাসন মিলবে ভোটের পরে
ধন মান সকল দেবে শ্লীলতাহানির তরে।
একশো দিনে অনেক কাজ লঙ্গরখানা উপহার
স্বাবলম্বী হবে কেন ভর্তুকিতে মিলছে আহার।
হতশ্রী আজ সাইকেল চড়ে হাতে তার ঘড়ি
পাশ ফেল তুলে দিয়েছে ডিজিটাল হাতেখড়ি।
ইস্তাহারে প্রতিশ্রুতি ব্যানার নজর কাড়ে
মিছরির ছুরি বসায় তারা সৎ ভায়ের ধড়ে।
নিয়মকানুন পগারপার সবাই গদির দখলদার
রঙ বদলে সঙ বদল মাখো কাদা বারংবার।
ক্ষেতের মাঝে কিষাণ খুঁজে আপন কবরখানা
শিল্প শিল্পী রুগ্ন শুধু বিশ্বায়নের ভাবনা।
পনেরো বিশ একুশ ছাব্বিশ সংগ্রামীরা বলে
খ্যামটা নাচে মন্ত্রীসভায় তেরেঙ্গার তলে।
দেশ গড়তে আজও স্যাঁকরা খুঁজে চলেছি তাই
ওরা-আমরা ডান-বাম কোন্ দিকে আজ যাই-