একলা আকাশ থমকে গেছে দিগন্তে আজ এসে
মেঘের কোলে লুকোচুরি মনের কোণে মেঘ ভাসে।
পৃথিবীটা অতি মজার গোলকধাঁধার মতো
কত ভাবে কত মতে চলছে সবাই নিজের মতো।
জ্বালিয়ে আপন বুকের পাঁজর একলা জ্বলতে হয়
প্রথম শুধু একজনই হয় আর তো কেহ নয়।
একলা আসা একলা যাওয়া পথের পরিচয়
স্মৃতি নিয়ে বেঁচে থাকা যতদিন ধরায় রয়।
হাত ধরে হাঁটতে শেখা যাত্রাপথের ক্ষণিক দেখা
আমার আমার করে মরা সকল ভাগ্য রেখা।
পরিচয় অনেক ঘটে নিন্দা স্তুতি উভয় রটে
কাদা তোমায় মাখতে হবে নেমেছো যখন নদীতটে।
জীবনস্রোতে পড়লে তুমি খেয়াল রাখো চরিত্রখানি
ধরি মাছ না ছুঁই পানি দুনৌকায় টানাটানি।
সর্বনামে পরিচয় আত্মীয়তা অনেক হয়
কদম তালে বাড়ালে পা স্বাধীনতা আসে নিশ্চয়।