ঝাড় ফুঁক তুক তাক মন্ত্র তন্ত্র নিশি ডাক
মনে বিষয় পাঁক তাবিজ কবচ পূর্ণ ফুটো শাঁখ।
মরণ কালে হরি বলা ভাব ভঙ্গি ছলাকলা
স্বার্থ নিয়ে পথ চলা ভায়ের রক্তে হোলি খেলা।
ধূনা ধুপের অন্ধকারে কাম ক্রোধ মনের দোরে
পঞ্চভূতের অতল গহ্বরে আয়ু খোঁজে কুষ্ঠি বিচারে।
টিকির গিঁটে দাড়ির ঝোপে নরবলি প্রতি কোপে
নুনের পুতুল সমুদ্র মাপে হুঙ্কারে তার ধরা কাঁপে।
পাষাণে প্রাণ প্রতিষ্ঠা করি 'হরি গুরু গুরু হরি'
মরা গাঙে এমনি বারি যাতে জন্ম তাতেই মরি।
গায়ে রুদ্রাক্ষ নামাবলী  কাঁধে বৈরাগ্য ঝুলি
ধর্মতলায় কর্মখালি আত্মতত্ত্বে মারো গুলি।
ঠেলায় পড়ে বাঁচার তরে দান ধ্যান দুহাত ভরে
আশ্রয় তিনি দেবেন তারে বাঁধো যদি প্রেম ডোরে।
"অমৃতত্ত্বের প্রত্যাশী নয় নয় কোনো দাবিদাওয়া
নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া।"
"আপনারে চিনতাম যদি হাতে মিলত অটলনিধি
মানুষের কারণ হত সিদ্ধি " ফকির কহেন অদ্যাবধি।