দ্বন্দ্ব খেলা মাঝে অপার সংসার
মৃত্যু উপত্যকায় সব ধোঁয়াশা আঁধার।
পরম যতনে তুমি মেলেছো বাহুযুগল
শিশুর সরল হাসি বদনে অবিরল।
মোহ যামিনী কখন হবে ভোর?
মাকড়সা জাল বুনেছে দিয়ে কর্মডোর।
চোরাবালিতে হাবুডুবু প্রেমিক কুপোকাত
অজুহাত ছাড়ায় তুমি তুলে নিলে হাত।
চিত্রচোর চিত্ত চুরি করে
ধড়ে প্রাণ নিয়ে সেদিন ফিরেছিল ঘরে।
আহ্বান ছিল সদা একমুখী
অকপটে মেনে নিলো কাঁটাতারেই সুখী।