মেঘে ঢাকা নয়ন যেদিন পলক খুলেছিল
পাঁপড়ির আবডালে কুসুম ফসলকে জাগালো।
শ্যাওলা জমা আঙিনা  আজ পদচিহ্ন পেল
ভেকের স্তুতিগানে তোমার বচন ফুটেছিল।
স্তব্ধ কুলায় কিচিরমিচির পক্ষী আনাগোনা
বিশ্বভুবন দিলখোলা তাই মেলেছো তুমি ডানা।
জলের রেখা পাতায়  পাতায় যেন মুক্তাখচিত
তিলে তিলে তিলোত্তমা আপন ভাগ্য করেছো রচিত।
কাগজের ঐ নৌকাখানি চলে পথের জলে
জীবনতরী ভাসালে তুমি এ অবনী তলে।
“বাক্যবাণে মুগ্ধ সবাই নিশ্চুপ শুধু ঘরে
রেখাপাত করবে তুমি ভরসা তোমার ‘পরে।
বাবা মায়ের আর্শীবাদ মাগো নত শিরে
রত্ন তুমি ছিলে থাকবে অন্তরে বাহিরে।“
তারতম্যে সমতাবিধান অপত্য জনিতৃর শূন্যস্থান
যার কোলে জন্ম নিলে আদ্যোপান্তে তিনিই মহান।
“স্থাবর -জঙ্গমপূর্ণ জীবন সংগ্রামে
সার্থক মানব জনম হোক তব নামে।“