ছায়ভষ্ম গায়ে মেখে নব সাজে হর পিনাকি
ভূতলে গিরিরাজ লোকে কহে পাগল নাকি!
অলস কিংবা পরাক্রমী কর্মমুখর সদা অবনী
এঁটো পাতে উদর পূরণ হোক না যতই খানদানি।
প্রহরে আহার শুধু দধি-দুগ্ধ-ঘৃত মধু
মানুষের সৎ ভাই চায় একটু ফ্যান শুধু।
সুখী জন আজ পূজা পায় দুঃখী কাঙাল হায়
এক কিংবা বহু ভেদ কোথা নেই স্বর্গ-নরক-অমরায়?
মূঢ় মন মুখে আশা কতশত ভালোবাসা
দিন আনা দিন খাওয়া সঞ্চয়ে যাওয়া আসা।
ধনী,নির্ধন, পীড়িত,বঞ্চিত নরবশে সকলেই দাতা কিংবা গ্রহীতা
ভবের হাটে দোকানদারি কেউ ক্রেতা কেউবা বিক্রেতা।
ক্ষুদ্র স্বার্থ লাগি দলাদলি রোজ কত গালাগালি
কলিতে অন্নগত প্রাণ কলিজায় আজ খেলি হোলি।
মানিলে পাষাণই শিব অপাত্রে শুধুই ক্লীব
মসি মাখা শুষ্ক শাস্ত্রে আজও তাই গরমিল শিব।
নীচুর কাছে নীচু হলে অনুবীক্ষণ লাগে না
সকল নর নারায়ণ চিরসত্য ঘটনা।