একদিন বলেছিলে-- দারুণ ! দারুণ !
কি এমন পেয়েছিলে , সহমত হয়েছিলে ,
ফুটিফাটা ফুটেছিলে ,
এখন পাথর !


সেদিন কি অঘ্রাণ , সুরে ছিল সুঘ্রাণ ?
নবান্নে সুখটান , জীবন্ত জাফরান
পলান্নে পেতেছিলে
পান্থ- আসর !


কিছু নেই অবশেষ ? সলতের তলদেশ
পুড়ে পুড়ে সব শেষ !
খুঁজে দ্যাখো স্মৃতি- কেশ , পেতে পারো
আদুরে আতর ।


লুকোনো হয়তো ছিল , ফিরে গেছে গাঙ চিলও ,
বোজা চোখ ছলছল , হতে পারে কলকল ,
এবার  কান পেতে
হৃদয়ের , ধ্বনি শুনি !