ব্ল্যাক বোর্ডে সাদা খড়ি
পরণে ধুতি হাতে ছড়ি।
মানুষ গড়ো ঞ্জান দিয়ে
মানুষ হয়ে জন্ম নিয়ে।
চুল দাড়ি কাঁচা পাকা
পদবি ধরে নাম ডাকা।
প্রতিদিন পড়া ধরা
দুই বিদ্যা পরা-অপরা।
মানব জমিন পাঠশালা
ভালোবেসে গরু বলা।
আসন পেতে গিন্নী ঘরে
কোলাহল সংসারে।
মিড ডে মিল পড়ে পাতে
নিজে থাকো মোটা ভাতে।
সর্বশিক্ষা প্রসারিতে
সদা ব্যস্ত দিনে রাতে।
সামাজিক দায় ভার
বাদ পড়ে পরিবার।
সারস্বত কেবল ব্রত
হাতে বই পাঠরত।
সারা জীবন একই কর্ম
আপনি আচরি ধর্ম।
সর্ব কর্মে গুরু চায়
অধমে দান ভুলে যায়।
ঞ্জান দান সর্বশ্রেষ্ঠ
শিষ্য যেদিন হয় বরিষ্ঠ।
সমাজে তুমি যীশুখ্রিষ্ট
পরমহংস আপন ইষ্ট।
তুমি বন্ধু তুমি সখা
তোমার চোখে জগৎ দেখা।