চার দেওয়ালে বন্দী  জীবন
কাঁচা-পাকায় বসতি গঠন।
বর্গফুটে হিসেবি মন
তর থেকে তমতে গমন।
নুড়ি নিয়ে নাড়াচাড়া
মাথার ছাদে  শ্যাওলা  পড়া।
কুঁড়ে ঘর ছিল খাসা
ইমারতে শহর ঠাসা।
বাসনায় ভালো বাসা
উচ্ছেদে বিচ্ছেদের ভাষা।
রঙ বাহারি বিঞ্জাপনে
আবাসন হবে  নেপচুনে।
সিংহদ্বারে কাড়ানাকড়া
অন্দরমহল গণিকা পাড়া।
ময়লা নেই ডাস্টবিনে
উদর পূর্ণ সম্ভাষণে।