বাণভাসী দেশবাসী
মুখোশ পরে রাঙাহাসি।
ঊষা গোধূলি ছদ্মবেশী
ছায়া আলো মাখা মসি।
পলাশ ফোটার ফাগুন দিনে
মন মাতে নবারুণে।
রঙে রঙিন কায়ার সনে
হোলি খেলে বৃন্দাবনে।
মন রঙে স্বপ্ন রঙিন
দাবানলে বনানী লীন।
কলিজা নিয়ে হোলির দিন
রক্তরাঙা মানবজমিন।
ঘটনার ঘনঘটায়
আকুল প্রাণ বিরহ ব্যাথায়।
ঘঁষা কাঁচে আলোক ছটায়
জগৎ দেখা পিঞ্জরায়।
দৃশ্য বহু দ্রষ্টা বেদ
সুদ আসলে ভেদাভেদ।
চিত্রপটে শিল্পীর জেদ
তুলির টানে লক্ষ্যভেদ।
তমসায় জ্যোতির টান
বহুরূপীর রঙে প্রমাণ।
বাজিকরের ভেলকি বাজি
সাজবদলে পুরুত কাজী।
নগদ পণে বেচে বালা
সাদা কালো মিলন মালা।
মাখামাখির এই দুনিয়ায়
রঙবদলায় শুধু  খোলসটায়।