ছেলে কোলে ঘোমটা তুলে উদাসী পথের 'পরে
কাঁধে কাঁধ মিলিয়ে খাটে ঘরে- বাহিরে।
সন্তান তরে সদা চিন্তা ভাত কাপড় নিয়ে
মোটাভাতে উদর পূরণ চোখ বুজে সব সয়ে।
সবার আগে জেগে উঠে আশা বুকে নিয়ে
ঘরকন্না গুছতে লাগেন ছেলেকে তুলে দিয়ে।
অঘোরে কর্তা ঘুমায় গোমড়া মুখ করে
বাবুর মায়ের কান খাড়া 'ওগো! শুনছো' ডাকের তরে।
আগুন লাগা বাজার দর হাঁড়ি চাপানো হয়েছে দায়
চশমা চোখে রোল মডেলে তিনিইআবার ক্যামেরায়।
অচেনাকে আপন করে কাল কাটছে স্বামীর ঘরে
চোখের কোণে পড়ছে কালি ঘুন ধরছে গায়ে গতরে।
কনিষ্ঠা আঙুল কামড়ে অভয় দেয় মা জননী
শরৎ যেমন আমজাদও তেমন মাতৃরূপে সারদামণি।
হাট বাজারে দর দাম মহাকাশে কল্পনা নাম
ভবের হাটে বেচাকেনায় কখনো রটে বদনাম।
যোগীর কাছে মহামায়া সাধন পথে সাজেন বামা
পুরুষের নামে পরিচয় মেনে নিয়েছে মনোরমা।
"বিশ্বরাণী সাজলি গেঁয়ো রাধুর ছলনা
রূপ লুকালি ভাব লুকালি চিনতে দিলি না।"