ঘড়ির কাঁটার বিপরীতে ঘটে আহ্নিক গতি
উলটো স্রোত গিয়ার চাকায় আশিতে যুবক যুবতী।
প্রতিকূলে কাটলে সাঁতার তকমা জুটে মহান।
দর্পণের প্রতিবিম্ব বস্তুর বিপরীত ও সমান।
মুক্ত পুরুষ মহানুভব কপালে পূজা জুটে
মুক্তনারী শুনলে পরে অশ্লীলতা রটে।
রক্ত মাংসের মানুষ তবু হৃদয় পাষাণ হয়
পাথরে জল ঢাললে পরে মহাদেবের জয়।
শুঁয়োপোকা গাছের পাতা কাটে বারংবার
প্রজাপতি হয়ে ফুলে বসে তো আবার।
মাটি পুড়িয়ে তৈরি হয় হরিনামের খোল
মাথার খুলি পুড়ে গেলে বলো হরি বোল।
'টাকা মাটি মাটি টাকা' পরমহংস বলে
ষোলআনা আজও লাগে মাটি কিনতে গেলে।
আজ নগদ কাল ধার ব্যাবসায়ীর মুখে
খোলা বাজারে দোকানদারি তির বিঁধে বুকে।
আনন্দ আর শান্তির খনি নিজের ভিতরে
জেনে শুনে বিষ পান নিজে নিজেকে শেষ করে।