এমন একটা খেলার পুতুল আনতে পারো,
মানুষ যেমন!
প্রভাবিত হলেই রূপের বদল ঘটে,
খোঁড়াও নাচে।
এমন একটা যন্ত্র তুমি বানাতে পারো,
হৃদয় যেমন।
নিজের জন্য নিজেই চলে,
তবুও পরের জন্য বাঁচে।
আমার মানুষ রতন হারিয়ে যাচ্ছে,
নকল পড়ছে ধরা।
এখন বিশ্বায়নের বিশ্ব ছোট,
মনেতে গতির খরা।
আমি হাঁফিয়ে গেছি, ভেবেই ঘুম।
আমি বাসছি ভালো , স্বপ্নে চুম।
আমি আমার মত বলছি - আমি,
আমি করেই ছড়াই রিপুর সে কুমকুম।
আমার কবিতা লিখতে ইচ্ছে করে না,
সুর দিতে লাগে ভয়।
আমার গল্প মাথায় ঘুরে ঘুরে মরে,
বুনো স্মৃতি বেদনায়।
আমার বুদ্ধি চাইছে বিদায় দিতে লক্ষ গ্যালন বিষ।
তবু ধোঁয়ার মোহে অন্ধ আমি গিলি তা অহর্নিশ।
মানুষ হয়ে মানুষ রে তুই
মানুষ ভালোবাসলি না।
দাস হয়ে তোর প্রভুর মেজাজ,
মিথ্যা থেকে জাগলি না।
আমার বুকের ভিতর সে কোন বাঁশি তবুও নাড়া দেয়,
আমার দৃষ্টি রুখে বৃষ্টি আসে অশ্রু সারা দেয়।
আমি আমার মাঝে থাকি না তবু, একলা সবার মাঝে,
ভাবতে ভাবতে সারাই হলো, জীবন লাগেনা কাজে।
জীবন তবু শিক্ষা দিয়ে , ভিক্ষা করে জীবন-সুখ।
মনের সার্শী খুললে বুকের আরশি দেখায় এ কোন মুখ!