আঁধার ভাঙলে
নেই কিছু তাতে ক্ষয়,
সাদা চাদরেই শান্তি!- সত্য নয়।
সংকট থেকে
তবু যদি আসে ভয়
বিশ্বাসে হোক সেসবের পরাজয়।
চেতনার কথা শোনাবে
সেরম লোক নেই,
লোক চলে যায়
অভাগা দেশেতে শোক নেই,
অনাদর্শের ধন, তবু লোকে বিকোবে।
মুখের শঙ্খে
বুক ভরা বাণী
তবু জানি মানি
একদিন ঠিক নিকোবে।।


------------------------------------
২০.০৪.২০২১(ই)
শঙ্খ ঘোষের প্রয়ান দিবসে
হাওড়া