প্রতিমা শুধুই মাটির ঢেলায়
রূপ নিলো তাই!- কি দুখ বল।
জগৎব্যাপী মা জননীর
মন ভোলাতে কতই ছল।
ষষ্ঠী থেকে এসে উমা
দ্বারের পানে ডাকলো যে মা,
বিল্বমূলের থেকে তুলে
বসায় ঘরে দিলেম জল,
দিলেম যত সাধের জিনিস,
পার্বতীকে তাও কি চিনিস,
সে যে আজি কাঁদিয়ে বুকে
ত্যাগ করেছে গৃহের স্থল।
তবুও যে সেই কান্নাবুকে
থাকবে না তো বেশিক্ষন
মহিষনাশিনী হৃদয়বাসিনী,
হতেই শতই এ আয়োজন।


-------------------------------
শুভ বিজয়া দশমী ১৪২৭-র শুভেচ্ছা সকলকে।
১৬.১০.২০২০(ই)
হাওড়া