তোমার আকাশ থমকে যেতেই পারে,
যখন তুমি তারার দেখা পাও না।
তোমায় সময় বন্ধ হবে ঠিকই,
তুমি যখন সত্যি স্বপ্ন চাও না।
পাহাড় বলে আয় ছুটে আয় কাছে,
তুষার শিশির যত্নে রাখা আছে।
সূর্য্য যদি মুখ উচিয়ে চায়,
শক্তি কি আর জন্মাবে না পায়ে!
কাঁপাবে মাটি প্রতিজ্ঞাটা যাদের,
ঘুমের দেশে তাদের সবার মাথা।
ধুমের মত ঝাপসা হলে চোখ,
নিশুত রাতে ভিজবে বালিশ-কাঁথা।
ডাক আছে তাও সাড়ার বড় অভাব,
স্বভাব শুধু গান শুনিয়ে যায়,
আমার সে সুর বড্ড ভালো লাগে,
তোমার জন্য বাঁধন পড়ি পায়ে।
সবই এখন আমার তোমার নয়,
সবার মাঝে আমরা বেঁচে আছি।
নিজের ভালোবাসার এতো দাবি,
তবুও সেটা বিলিয়ে দিলেই বাঁচি।
প্রশ্ন ওঠে সে কোন মহৎ ঘোরে,
বিধাতা পুরুষ নাড়িয়ে ভাগ্য ডোর
মাতিয়ে নাচিয়ে এনে হারানো এ স্বর্গে,
বলেছিলেন যা এবারে মর-গে!
এখন তো সেই মরার মাসুলদার,
ঘুরছে ফিরছে জ্যান্ত মাথা ঘিরে,
তোমার কথা ভাবতে গিয়ে এতো,
আমার কথার প্রেম পেতে চাই ফিরে।
আমার প্রেমে মুগ্ধ হতে চাই,
আমার ভাবনা তুমিই ভাবো তবে,
আমাদেরই স্বপ্নগুলো এবার, সত্যি তবে ভরবে কলরব।।


বেলুড় মঠ
২৮.০৩.২০১৯(ই)
-----------------------------------------