বিশ্ব এখন হচ্ছে মানুষ নতুন করে,
প্রযুক্তি আর সভ্যতাটার দুহাত ধরে
নিঃস্ব নাকি হচ্ছে আরো ভিক্ষাকারী
বুদ্ধি কিন্তু বেজায় বোকা, খুব আনাড়ি।
সতের মধ্যে অসৎ ঢুকে চিমটি কাটে
ঘামের সমমূল্য কিনি জালের হাটে।
মনুষ্যত্ব অভিধানে বেশ পাওয়া যায়
রক্ত গুলো কেমন আজকে মিথ্যে দেখায়।
অনেক হলো সৃষ্টি তত্ত্ব আর ইতিহাস,
আমরা তো সেই নিংড়ে নেওয়া ভবিষ্য দাস
সবাই লাফায় আমার, আমি -এটাই ভালো
এটাই কি আজ শিরোনামে খুব রসালো?
বিচার নিশার অন্ধকারে ঘাপটি মারে,
দৈবী আলোক তালাই ঝোলায়  মনের ঘরে.
তবু এখন স্বপ্ন জাগে মনের মাঝে,
একখানি বার যদি একটু সে সুর বাজে
জন্ম জাতক স্নাতক হলে জীবন মাপে ,
অসূয়া বোঝে রত্ন কত নষ্ট খাপে!
আবার আসে কথার উপর কথার বিধান,
শক্তি আসে দিতে ধুলোর কোন ফরমান।
আলোক বাঁচে বুকের মাঝে বড্ডো কড়া
ধরলে কিরণ আর তো তাকে যায় না ধরা।।